Header Ads

Header ADS

SSC biology 6th Chapter MCQ 2020 ll Biology 50 Most Important Questions 2020 ll এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক

 SSC biology 6th Chapter MCQ 2020 ll Biology 50 Most Important Questions 2020 ll এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক

 

এসএসসি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

৬ষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন



এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক
এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ৬ষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন





Hello Viwer, Are you looking for SSC biology 6th Chapter MCQ 2020? Yes, you are found BDeureka, the right platform for your upcoming Biology exam preparation.

 

I'm Robiul Aual your teaching exhibitor. I created Biology 50 Most Important Questions 2020. If you are a ssc candidate of 2021 that's good I can help you to your Biology mcq exam preparation.  

 

 

"বোনাস হিসাবে থাকছে অধ্যায়ের সেরা ১০টি জ্ঞানমূলক প্রশ্ন "

 


এসএসসি জীববিজ্ঞান বহুনির্বাচনি ৬ষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন



বাছাইকৃত ৫০টি নৈর্ব্যত্তিক প্রশ্নোত্তর

 

০১। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য?

ক) অভিস্রবণ

খ) ব্যাপন

গ) ইমবাইবিশন

ঘ) প্রস্বেদন

সঠিক উত্তর: গ

 

 

০২। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?

ক) অভিস্রবণ ও শ্বসন

খ) শ্বসন ও প্রস্বেদন

গ) অভিস্রবণ ও প্রস্বেদন

ঘ) ব্যাপন ও শ্বসন

সঠিক উত্তর: গ

 

 

০৩। উদ্ভিদে ইমবাইবিশেন প্রক্রিয়ায় পানি শোষন করে__

i. কোষপ্রাচীর

ii. নিউক্লিয়ার মেমব্রেন

iii. প্রোটোপ্লাজম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: গ

 

 

০৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য CO2 বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?

ক) ব্যাপন

খ) শোষণ

গ) অভিস্রবণ

ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর:

 

 

০৫। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

ক) ভৌত প্রক্রিয়া

খ) জৈব প্রক্রিয়া

গ) রাসায়নিক প্রক্রিয়া

ঘ) জৈব রাসায়নিক প্রক্রিয়া

সঠিক উত্তর:

 

 

 এসএসসি এর সকল বিষয়ের সাজেশন এখানে 

 


০৬। পায়েসে কিশমিশ টসটসে হওয়ার কারণ কী?

ক) ব্যাপন

খ) শোষণ

গ) অভিস্রবণ

ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর:

 

 

০৭। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

ক) ব্যাপন

খ) শোষণ

গ) অভিস্রবণ

ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর:

 

 

০৮। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?

ক) ৭০%

খ) ৮০%

গ) ৯০%

ঘ) ১০০%

সঠিক উত্তর:  

 

 

০৯। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

ক) ব্যাপন

খ) প্রস্বেদন

গ) অভিস্রবণ

ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর:

 

SSC Biology 1st Chapter MCQ 2020

SSC Biology 2nd Chapter MCQ 2020

SSC Biology 3rd Chapter MCQ 2020 

 


১০। কৈশিক পানি মাটি থেকে অভিশ্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

ক) পাতায়

খ) শাখায়

গ) মূলরোমে

ঘ) বীজে

সঠিক উত্তর:

 

 

১১। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

ক) মূলের কর্টেক্সে

খ) মূলত্বক

গ) ভেসেল

ঘ) এপিডার্মিস

সঠিক উত্তর:

 

 

১২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

ক) কিউটিকল

খ) বর্ষবলয়

গ) লেন্টিসেল

ঘ) কাইটিন

সঠিক উত্তর: গ

 

 

১৩। অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে?

ক) অক্সিন

খ) ইথিলিন

গ) সাইটোকাইনিন

ঘ) জিবেরেলিন

সঠিক উত্তর: ক


 





১৪। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নাম দেন?

ক) কার্টিস

খ) ম্যাসম

গ) লিনিয়াস

ঘ) লুন্ডে গার্ড

সঠিক উত্তর: ক

 

 

১৫। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো?

ক) আলো, পত্ররন্ধ্র

খ) পত্ররন্ধ্র, পাতার সংখ্যা

গ) তাপমাত্রা, আলো

ঘ) তাপমাত্রা, পাতার সংখ্যা

সঠিক উত্তর: গ



নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন

 


১৬। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

ক) দেহ কোষ

খ) প্যারেনকাইমা

গ) রক্ষীকোষ

ঘ) সঙ্গীকোষ

সঠিক উত্তর: গ

 

 

১৭। রক্তরসের রং কেমন?

ক) লাল

খ) হলুদ

গ) ঈষৎ সবুজ

ঘ) ঈষৎ হলুদাভ

সঠিক উত্তর:

 

 

১৮। রক্তরসে থাকা আমিষগুলো হল--

i. সেরিন

ii. গ্লোবিউলিন

iii. ফাইব্রিনোজেন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii    (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: গ

 

 

১৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর:



 SSC Physics Suggestion 2021 



ssc biology 6th chapter mcq, ssc biology 6th chapter mcq 2020, biology 50 most important questions, ssc biology chapter 6, biology 50 most important questions 2020,ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, biology mcq, ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka, biology mcq best suggestion,most important biology mcq chapter 6, biology 50 most important mcq,50 important mcq questions biology,biology mcq for ssc,ssc biology chapter 6 mcq 2020,ssc biology, biology,ssc biology important questions,এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক 2020, নবম শ্রেণির জীববিজ্ঞান, দশম শ্রেণির জীববিজ্ঞান, ৬ষ্ঠ অধ্যায়  জীবে পরিবহন

 

২০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

ক) ৪৫ ভাগ

খ) ৫৫ ভাগ

গ) ৬৫ ভাগ

ঘ) ৭৫ ভাগ

সঠিক উত্তর:

 

 

২১। রক্তের 'A' গ্র“প শুধুমাত্র নিচের কোন গ্র“পের রক্ত গ্রহণ করতে পারবে?

ক) B এবং O

খ) শুধু A

গ) A এবং O

ঘ) A এবং B

সঠিক উত্তর: গ

 

SSCBiology 4th Chapter MCQ 2020

SSC Biology 5th Chapter MCQ 2020

SSC Biology 6th Chapter MCQ 2020

 

২২। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?

ক) বেনজ

খ) কার্ল এরেকি

গ) স্টাস বার্জার

ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার

সঠিক উত্তর: ঘ

 

 





২৩। আমাদের রক্তে LDL এর শতকরা পরিমাণ কত?

ক) ৭০%

খ) ৮০%

গ) ৯০%

ঘ) ১০০%

সঠিক উত্তর: ক

 

 

২৪। লোহিত রক্ত কণিকায় কয় ধরনের প্রোটিন থাকে?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

সঠিক উত্তর: ক

 

 

২৫। রাফি "O" গ্র“প রক্তধারী একটি ছেলে। তাকে কোন গ্র“পের রক্তধারী ব্যক্তি রক্ত দিতে পারবে?

ক) A

খ) B

গ) AB

ঘ) O

সঠিক উত্তর: ঘ



 SSC Suggestion 2021 All Subject 

 


২৬। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ?

ক) A এবং Rh+

খ) B এবং Rh–

গ) O এবং Rh–

ঘ) O এবং Rh–

সঠিক উত্তর: গ

 

২৭। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত?

ক) ৮-৯%

খ) ১০-১২%

গ) ১৫-২০%

ঘ) ২৫-৩০%

সঠিক উত্তর: ক

 

 

২৮। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে?

ক) অ্যানজিনা

খ) নিউমোনিয়া

গ) অস্টিওপোরেসিস

ঘ) লিউকোমিয়া

সঠিক উত্তর: ঘ


 

SSC Chemistry Suggestion 2021


 

২৯। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

সঠিক উত্তর: ঘ

 

 

৩০. বক্ষগহ্বরের বাম পাশে ফুসফুসের মাঝখানে একটি ক্রিকোনাকার ফাঁপা অঙ্গটির নাম কী?

ক) হৃৎপিণ্ড

খ) যকৃৎ

গ) রক্ত

ঘ) পাকস্থলী

সঠিক উত্তর:

 

 

৩১। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?

ক) এপিকার্ডিয়াম

খ) মায়োকার্ডিয়াম

গ) পেরিকার্ডিয়াম

ঘ) এন্ডোকার্ডিয়াম

সঠিক উত্তর: গ

 

SSC Biology 7th Chapter MCQ 2020

SSC Biology 8th Chapter MCQ 2020

SSC Biology 9th Chapter MCQ 2020 

 


৩২। মানবদেহে রক্ত সংবহনতন্ত্র কী কী নিয়ে গঠিত?

i. হৃৎপিণ্ড

ii. কৈশিকনালী

iii. লসিকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ক

 

 




৩৩। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যাথা অনুভূত হওয়াকে কী বলে?

ক) স্ট্রোক

খ) অ্যানজিনা

গ) অ্যানিমিয়া

ঘ) অ্যাথারোস্কোরোসিস

সঠিক উত্তর: ক

 

 

৩৪। হৃদপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

সঠিক উত্তর: গ

 

 

৩৫। ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

সঠিক উত্তর: গ

 

 

৩৬।  উচ্চ রক্তচাপের কারণ কি?

i) দেহের ওজন বেড়ে যাওয়া

ii) পিতামাতার এ রোগ থাকা

iii) দৈহিক পরিশ্রম কম করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: গ

 

 

৩৭। কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়?

ক) ইথানল

খ) কোলেস্টেইন

গ) ফ্যাটি এসিড

ঘ) ফরমালডিহাইড

সঠিক উত্তর: খ

 

 

৩৮। পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?

ক) ম্যাট্রিক্স

খ) স্ট্রোমা ল্যামেলাম

গ) গ্রানা

ঘ) অন্তঃস্তর

সঠিক উত্তর: গ


 






৩৯। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়?

ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে

খ) পাতায় H2O এর পরিমাণ বৃদ্ধি পেলে

গ) বাতাসে O2 এর ঘনত্ব বেড়ে গেলে

ঘ) বাতাসে SO2 এর পরিমাণ ১% এর কম হলে

সঠিক উত্তর: ক

 

 

৪০। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠে কারণ_

ক) ইমবাইবিশন

খ) ব্যাপন

গ) অভিস্রবণ

ঘ) শোষণ

সঠিক উত্তর: ক

 

 

৪১। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়?

ক) Bacillus

খ) Pseudomonas

গ) Streptococcus

ঘ) Staphylococcus

সঠিক উত্তর: গ

 

 

৪২। অধিক মাত্রার কোলেস্টেরোলের উৎস কোনটি?

ক) চিংড়ি, যকৃত

খ) ঝিনুক, দুধ

গ) ডিম, মাছ

ঘ) কচ্ছপ, পনির

সঠিক উত্তর: ক



SSC Biology 10th Chapter MCQ 2020

SSC Biology 11th Chapter MCQ 2020

SSC Biology 12th Chapter MCQ 2020

SSC Biology 13th Chapter MCQ 2020

 

 

৪৩। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ হতে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

ক) অভিস্রবণ

খ) ব্যাপন

গ) ইমবাইবিশন

ঘ) প্রস্বেদন

সঠিক উত্তর : ক

 

 

৪৪। হৃৎপিণ্ডের ক্ষেত্রে সঠিক তথ্য হলো_

i) অঙ্গটির প্রাচীরে তিনটি স্তর থাকে

ii) এর ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত

iii) এর বাইরের স্তরকে মায়োকার্ডিয়াম বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর :

 

 

৪৫. উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত_

i) ইমবাইবিশন

iii) ব্যাপন

iii) পিনোসাইটোসিস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর :

 

 

৪৬। কোনটি প্রাণিজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি?

ক) ডাই-গ্লিসারাইড

খ) ট্রাই-গ্লিসারাইড

গ) মনো-গ্লিসারাইড

ঘ) টেট্রা-গ্লিসারাইড

সঠিক উত্তর :

 

 

৪৭। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

ক) ২ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর : খ

 

 

৪৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

ক) অভিস্রবণ

খ) ব্যাপন

গ) ইমবাইবিশন

ঘ) প্রস্বেদন

সঠিক উত্তর :  ঘ

 

 

৪৯। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌছায়?

ক) অভিস্রবণ

খ) ব্যাপন

গ) ইমবাইবিশন

ঘ) প্রস্বেদন

সঠিক উত্তর :  ক

 

 

৫০। কোনটির সংক্রমণে বাতজ্বর হয়?

ক) স্ট্রেপটো কক্কাস

খ) ফানজাই

গ) ভাইরাস

ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: ক









এ অধ্যায়ের সেরা ১০টি জ্ঞানমূলক প্রশ্ন

 

৬ষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন

 

১। সংলগ্নতা কী?

২। ফ্যাগোসাইটোসিস কী?

৩। রক্তচাপ বলতে কি বোঝ?

৪। ডায়াফ্রাম কী?

৫। হৃৎপিণ্ড কী ধরনের টিস্যু দিয়ে তৈরি ?

৬। লিউকেমিয়া কী?

৭। ইমবাইবিশন কাকে বলে?

৮। রক্তরস কী?

৯। প্রস্বেদন কাকে বলে?

১০। Rh ফ্যাক্টর কী?

 

Ssc biology mcq 2020, Biology 50 Most important mcq 2020, ssc biology mcq suggestion 2020, 50 important mcq questions Biology, Ssc biology mcq best suggestion, ssc biology chapter 6 mcq 2020,ssc biology chapter 6 mcq,Ssc biology mcq 2020, Ssc biology suggestion 2021, ssc biology 4th chapter mcq, ssc biology 6th chapter mcq 2020, biology 50 most important questions, biology 50 most important questions 2020, biology 50 most important mcq, biology 50 most important mcq 2020, ssc biology mcq 2020, ssc biology 4th chapter mcq 2020,ssc biology chapter 6, 50 important mcq questions biology 2021, ssc biology mcq suggestion 2020,ssc biology mcq suggestion 2021,ssc biology mcq 2020 chapter 6, biology mcq,ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka,biology mcq best suggestion,most important biology mcq chapter 6, most important mcq questions biology 2021,50 important mcq questions biology,biology mcq for ssc, ssc biology chapter  mcq,ssc Biology, biology,ssc biology important questions, Most important Biology mcq chapter 6, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 6 mcq, ssc biology mcq answer 2020

ssc biology mcq 2020, ssc biology 6th chapter mcq, ssc biology 6th chapter mcq 2020, biology mcq for ssc, biology mcq for ssc je, biology mcq pdf for ssc, ssc biology mcq question 2020, ssc biology mcq solution 2020, biology mcq solved ssc 2020, ssc biology chapter 6 mcq, biology,mcq on biology,ssc biology, biology ssc,biology mcq,mcq biology, biology mcqs,biology exam,biology questions,online biology quiz,biology test answers,ssc biology important questions, 50 important mcq questions Biology 2021, 50 important mcq questions Biology, ssc biology 6th chapter mcq, Most important Biology mcq chapter 6, most important mcq questions Biology 2021, ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 5 mcq, SSC Biology 5th Chapter MCQ 2020, SSC Biology Chapter 6 MCQ 2020, SSC Biology MCQ 2020 chapter 6, SSC Biology MCQ chapter 5, SSC Biology MCQ 2021 chapter 5, SSC Biology Chapter 6 MCQ, SSC Biology Chapter 6 MCQ 2020, SSC Biology Chapter 6 MCQ 2021, biology 50 most important questions.

ssc জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, ssc জীববিজ্ঞান mcq 2020,জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ২০২০, ৬ষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন, জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ৬ষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন, দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায় ৬ জীবে পরিবহন, নবম শ্রেণির জীববিজ্ঞান , দশম শ্রেণির জীববিজ্ঞান , মাধ্যমিক জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর.

 

1 comment:

  1. Sir you have two mistake in the mcq. Plz correction it.otherwise we will face problem

    ReplyDelete

Powered by Blogger.