SSC biology 8th Chapter MCQ 2020
SSC biology 8th Chapter MCQ 2020 ll Biology 50 Most Important Questions 2020 ll এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক
এসএসসি জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন
অষ্টম অধ্যায়ঃ রেচন প্রক্রিয়া
অষ্টম অধ্যায়ঃ রেচন প্রক্রিয়া |
Hello Viwer, Are you looking for SSC biology 8th Chapter MCQ 2020? Yes, you are found BDeureka, the right platform for your upcoming Biology exam preparation.
I'm Robiul Aual your teaching exhibitor. I created Biology 50 Most Important Questions 2020. If you are a ssc candidate of 2021 that's good I can help you to your Biology mcq exam preparation.
"বোনাস হিসাবে থাকছে অধ্যায়ের সেরা ১০টি জ্ঞানমূলক প্রশ্ন "
এসএসসি জীববিজ্ঞান বহুনির্বাচনি ৭ম অধ্যায় : গ্যাসীয় বিনিময়
# বাছাইকৃত ৫০টি নৈর্ব্যত্তিক প্রশ্নোত্তর
০১। একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
ক) ১.৩
খ) ১.৪
গ) ১.৫
ঘ) ১.৬
সঠিক উত্তর: গ
০২। কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে?
ক) হৃৎপিণ্ড
খ) ফুসফুস
গ) বৃক্ক
ঘ) যকৃত
সঠিক উত্তর: গ
০৩। বৃক্কের একক কী?
ক) পেলভিস
খ) পিড়কা
গ) নেফ্রন
ঘ) হাইলাস
সঠিক উত্তর: গ
০৪। বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি—
i. ইউরেটেরোস্কপিক পদ্ধতি
ii. আল্ট্রাসনিক লিথট্রিপসি পদ্ধতি
iii. অস্ত্রোপচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
০৫। ইউরিয়া কোথায় তৈরি হয়?
ক) বৃক্কে
খ) যকৃতে
গ) দেহকোষে
ঘ) রেনাল ধমনিতে
সঠিক উত্তর: ক
এসএসসি এর সকল বিষয়ের সাজেশন এখানে
০৬। মানুষের বৃক্কের রঙ কোনটি?
ক) লাল
খ) কালো
গ) ললচে
ঘ) কালচে লাল
সঠিক উত্তর: গ
০৭। রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিশ্রুত হয়?
ক) মেডুলায়
খ) পেলভিসে
গ) ইউরেটরে
ঘ) গ্লোমেরুলাসে
সঠিক উত্তর: ঘ
০৮। বৃক্কে পাথর হলে কোন উপসর্গ দেখা যায়?
ক) চুল পড়ে যায়
খ) শরীরে ঘা হয়
গ) কোমরে ব্যথা হয়
ঘ) চোখে ঝাপসা লাগে
সঠিক উত্তর: গ
০৯। নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়__
ক) ইউরিয়া
খ) ক্রিয়েটেনিন
গ) অ্যামোনিয়া
ঘ) ইউরোক্রোম
সঠিক উত্তর: ঘ
SSC Biology 1st Chapter MCQ 2020
SSC Biology 2nd Chapter MCQ 2020
SSC Biology 3rd Chapter MCQ 2020
১০। বৃক্কের বোম্যানস ক্যাপসুলে কোন আবরণী টিস্যু থাকে?
ক) স্কোয়ামাস
খ) কিউবয়ডাল
গ) কলামনার
ঘ) স্ট্যাটিফাইড
সঠিক উত্তর: ক
১১। বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা কমে_
i. শারীরিক ওজন হ্রাস পেলে
ii. কম পানি পান করলে
iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: খ
১২। বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত?
ক) গ্লোমেরুলাস ও রেনাল টিউব্যুল
খ) বোমেন্স ক্যাপসুল ও রেনাল টিউব্যুল
গ) রেনাল টিউব্যুল ও রেনাল করপাসল
ঘ) বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস
সঠিক উত্তর: ঘ
১৩। বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রিত হয়__
i. সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
ii. পার্শ্ব-সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
iii. সরাসরি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
১৪। বৃক্ক নালিকার নিকটস্থ কোনটি?
ক) প্রোক্সিমাল
খ) হেনলির লুপ
গ) রেনাল করপাসল
ঘ) পেলভিস
সঠিক উত্তর: ক
১৫। দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে কোন অঙ্গ?
ক) হৃৎপিণ্ড
খ) মস্তিষ্ক
গ) যকৃত
ঘ) বৃক্ক
সঠিক উত্তর: ঘ
নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন
১৬। বৃক্ক নিয়ন্ত্রণ করে—
i. সোডিয়াম ও পটাসিয়ামের পরিমাণ
ii. দেহের রক্তচাপ
iii. খাদ্যের পরিপাক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ক
১৭। মেডুলায় রেনাল পিরামিডের সংখ্যা কত?
ক) ৮-১২টি
খ) ১৪-১৬টি
গ) ৫-৭টি
ঘ) ১৭-২১টি
সঠিক উত্তর: ক
১৮। মূত্রথলির নিচের দিকে থাকে_
ক) মূত্রনালি
খ) ছিদ্র
গ) মলদ্বার
ঘ) পেলভিস
সঠিক উত্তর: খ
১৯। মানবদেহে শিমের বিচি আকৃতির ও লালচে রঙের অঙ্গটি কি কাজ করে?
ক) হরমোন নিঃসরণ
খ) মূত্র উৎপাদন
গ) CO2 নিষ্কাশন
ঘ) গ্লুকোজ সঞ্চয়
সঠিক উত্তর: খ
ssc biology 8th chapter mcq, ssc biology 8th chapter mcq 2020, biology 50 most important questions, ssc biology chapter 8, biology 50 most important questions 2020,ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, biology mcq, ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka, biology mcq best suggestion,most important biology mcq chapter 8, biology 50 most important mcq,50 important mcq questions biology,biology mcq for ssc,ssc biology chapter 8 mcq 2020,ssc biology, biology,ssc biology important questions,এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক 2020, নবম শ্রেণির জীববিজ্ঞান, দশম শ্রেণির জীববিজ্ঞান, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, ৮ম অধ্যায়, রেচন প্রক্রিয়া
২০। বৃক্ক হঠাৎ বিকল হওয়ার কারণ—
i. ডায়রিয়া
ii. ডায়াবেটিস
iii. অতিরিক্ত রক্তক্ষরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ খ
২১। বৃক্কে ছাঁকনির কাজ করে কোনটি?
ক) বোম্যান্স ক্যাপসুল
খ) গ্লোমেরুলাস
গ) রেনাল করপাসল
ঘ) রেনাল টিউব্যুল
উত্তরঃ খ
SSCBiology 4th Chapter MCQ 2020
SSC Biology 5th Chapter MCQ 2020
SSC Biology 6th Chapter MCQ 2020
Add caption |
২২। বৃক্কে পাথর হতে পারে—
i. দেহের ওজন বাড়লে
ii. পানি কম পান করলে
iii. প্রাণিজ আমিষ বেশি গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
২৩। কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে?
ক) ক্যাপসুল
খ) পেলভিস
গ) রেনাল পিরামিড
ঘ) কর্টেক্স
উত্তরঃ গ
২৪। বৃক্কের রোগের লক্ষণগুলো হল—
i. শরীর ফুলে যাওয়া
ii. রক্ত মিশ্রিত প্রস্রাব যাওয়া
iii. শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও
iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
২৫। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
ক) পেলভিস
খ) ইউরেটর
গ) পিরামিড
ঘ) হাইলাস
সঠিক উত্তর: ঘ
SSC Suggestion 2021 All Subject
২৬। প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে?
ক) ৮ লাখ
খ) ১০ লাখ
গ) ১৫ লাখ
ঘ) ২০ লাখ
উত্তরঃ খ
২৭। একটি রেনাল করপাসল-এ কয়টি অংশ থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: ক
২৮। কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
ক) জাম
খ) ডাল
গ) চিনাবাদাম
ঘ) শিমের বিচি
উত্তরঃ ক
২৯। রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গঠন করে কোনটি?
ক) গ্লোমেরুলাস
খ) ক্যাপসুল
গ) সংগ্রাহক নালিকা
ঘ) প্যাপিলা
উত্তরঃ ঘ
৩০। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
ক) ইউরিয়া
খ) ইউরোক্রোম
গ) ইউরিক এসিড
ঘ) ক্রিয়েটেনিন
সঠিক উত্তর: খ
৩১। ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
ক) যকৃতে
খ) দেহকোষে
গ) রেনাল ধমনিতে
ঘ) বৃক্কে
সঠিক উত্তর: ক
SSC Biology 7th Chapter MCQ 2020
SSC Biology 8th Chapter MCQ 2020
SSC Biology 9th Chapter MCQ 2020
৩২। হাইলাসের ভেতর থেকে কী বের হয়?
ক) মেডুলা
খ) কর্টেক্স
গ) ইউরেটার
ঘ) নেফ্রন
উত্তরঃ ঘ
৩৩। অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে?
ক) আলু
খ) গুড়
গ) তিল
ঘ) ডাল
উত্তরঃ ঘ
৩৪। রেনাল টিউব্যুলের অংশগুলো হলো—
i. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
ii. হেনলির লুপ
iii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্ত্রঃ ঘ
৩৫। কিডনি ডায়ালিসিস_
i. বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন
ii. স্বল্প ব্যয়ে সম্পন্ন করা যায়
iii. সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
৩৬। কিডনি সংযোজন বা প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি?
ক) নিকটাত্মীয়
খ) রক্তের আত্মীয়
গ) টিস্যু ম্যাচ
ঘ) রক্তের গ্রুপ ম্যাচ
উত্তরঃ গ
৩৭। কিডনি বিকলের কারণ কী?
(ক) ক্যান্সার
(খ) এইডস
(গ) ডায়াবেটিস
(ঘ) হাঁপানী
সঠিক উত্তর: গ
৩৮। রেচনতন্ত্রের কাজ কী?
ক) শরীর বৃত্তীয় ভারসাম্য রক্ষা করা
খ) শরীরকে দৃঢ়তা প্রদান
গ) স্নায়বিক উত্তেজনা প্রশমন করা
ঘ) বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করা
উত্তরঃ ক
৩৯। ডায়ালিসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি?
ক) ভেদ্য
খ) অভেদ্য
গ) বৈষম্যভেদ্য
ঘ) আংশিক বৈষম্যভেদ্য
উত্তরঃ ঘ
৪০। মূত্রনালির রোগের কারণ—
i. অস্বাস্থ্যকর জীবনযাপন
ii. কম পানি পান করা
iii. ব্যথা নিরাময়ের ওষুধ পরিহার করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও রii গ) রi ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
৪১। বৃক্কে প্রবেশকারী রক্তবাহী নালিটির নিয়ন্ত্রক কোনটি?
ক) রেচনতন্ত্র
খ) স্নায়ুতন্ত্র
গ) শ্বসনতন্ত্র
ঘ) রক্ত সংবহনতন্ত্র
উত্তরঃ খ
৪২। মানুষের সব সময় কয়টি কিডনি কার্যকর থাকে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তরঃ ক
SSC Biology 10th Chapter MCQ 2020
SSC Biology 11th Chapter MCQ 2020
SSC Biology 12th Chapter MCQ 2020
SSC Biology 13th Chapter MCQ 2020
৪৩। কিডনি বিকল হলে রক্তে কোন পদার্থটি বৃদ্ধি পাবে?
ক) ইউরিক এসিড
খ) ক্রিয়েটিনিন
গ) ইউরিয়া
ঘ) অ্যামোনিয়া
উত্তরঃ খ
৪৪। কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়?
ক) চিনি
খ) চর্বি
গ) মাছ
ঘ) কফি
সঠিক উত্তর: গ
৪৫। মূত্রের স্বাভাবিক প্রবাহকে বৃদ্ধি করে_
i. ডাই ইউরেটিকস নামক পদার্থ
ii. পানি, লবণাক্ত পানি, চা, কফি প্রভৃতি
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও রii গ) রi ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
৪৬। মূত্রের পরিমাণ কম কম হওয়ার কারণ -
i. ঘাম বেশি হওয়া
ii. ফল কম খাওয়া
iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৪৭। মাছ, মাংস, শিমের বীচি জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কোন ধরনের পরিবর্তন হবে?
ক) ক্ষারকতা বৃদ্ধি পাবে
খ) ক্ষারীয় ও অম্লভাব সমান থাকে
গ) অম্লতা বৃদ্ধি পাবে
ঘ) পানির পরিমাণ বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: গ
৪৮। আকস্মিক বৃক্ক বিকল হওয়ার কারণ কী?
ক) নেফ্রাইটিস, ডায়রিয়া
খ) ডায়াবেটিস, আমাশয়
গ) উচ্চ রক্তচাপ, নিউমোনিয়া
ঘ) অ্যাপেন্ডিসাইটিস, নেফ্রাইটিস
সঠিক উত্তর: ক
৪৯। কোমরের পিছনে ব্যথা সমস্যার কারণ -
i. শরীরে পানি আসা
ii. মূত্রনালির প্রদাহ
iii. প্রস্রাবে শর্করা যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৫০। চিকিৎসার মাধ্যমে বৃক্ক সুস্থ করার উপায়_
i. ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক সচল করা
ii. বৃক্ক প্রতিস্থাপন করা
iii. ফুসফুস প্রতিস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
৮ম
অধ্যায়ের
সেরা
১০টি
জ্ঞানমূলক
প্রশ্ন
অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া
০১। রেচনতন্ত্র কী?
০২। মেডুলা কি?
০৩। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী?
০৪। কিডনির একক কী?
০৫। বোম্যান্স ক্যাপসুল কী?
০৬। নেফ্রন কী?
০৭। বৃক্কে প্রবেশকারী ধমনীর নাম কী?
০৮। পেলভিস কী?
০৯। ডায়ালাইসিস কি?
১০। ইউরোক্রোম কী?
Ssc biology mcq 2020, Biology 50 Most important mcq 2020, ssc biology mcq suggestion 2020, 50 important mcq questions Biology, Ssc biology mcq best suggestion, ssc biology chapter 8 mcq 2020,ssc biology chapter 8 mcq,Ssc biology mcq 2020, Ssc biology suggestion 2021, ssc biology 4th chapter mcq, ssc biology 8th chapter mcq 2020, biology 50 most important questions, biology 50 most important questions 2020, biology 50 most important mcq, biology 50 most important mcq 2020, ssc biology mcq 2020, ssc biology 8th chapter mcq 2020,ssc biology chapter 8
50 important mcq questions biology 2021, ssc biology mcq suggestion 2020,ssc biology mcq suggestion 2021,ssc biology mcq 2020 chapter 8, biology mcq,ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka,biology mcq best suggestion,most important biology mcq chapter 8, most important mcq questions biology 2021,50 important mcq questions biology,biology mcq for ssc, ssc biology chapter mcq,ssc Biology, biology,ssc biology important questions, Most important Biology mcq chapter 8, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 8 mcq, ssc biology mcq answer 2020
ssc biology mcq 2020, ssc biology 6th chapter mcq, ssc biology 6th chapter mcq 2020, biology mcq for ssc, biology mcq for ssc je, biology mcq pdf for ssc, ssc biology mcq question 2020, ssc biology mcq solution 2020, biology mcq solved ssc 2020, ssc biology chapter 8 mcq, biology,mcq on biology,ssc biology, biology ssc,biology mcq,mcq biology, biology mcqs,biology exam,biology questions,online biology quiz,biology test answers,ssc biology important questions, 50 important mcq questions Biology 2021, 50 important mcq questions Biology
ssc biology 6th chapter mcq, Most important Biology mcq chapter 6, most important mcq questions Biology 2021, ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 8 mcq, SSC Biology 5th Chapter MCQ 2020, SSC Biology Chapter 8 MCQ 2020, SSC Biology MCQ 2020 chapter 7, SSC Biology MCQ chapter 8, SSC Biology MCQ 2021 chapter 5, SSC Biology Chapter 8 MCQ, SSC Biology Chapter 8 MCQ 2020, SSC Biology Chapter 6 MCQ 2021, biology 50 most important questions.
ssc জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, ssc জীববিজ্ঞান mcq 2020,জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ২০২০, অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া, জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক অষ্টম অধ্যায়, রেচন প্রক্রিয়া, দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায় ৮ রেচন প্রক্রিয়া, নবম শ্রেণির জীববিজ্ঞান , দশম শ্রেণির জীববিজ্ঞান , মাধ্যমিক জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন
No comments